সারোয়ার হোসেন : আসন্ন ১১নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার ২নং বাধাইড় ইউনিয়ন আওয়ামী মহিলা লীগের আয়োজনে নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) সকালে ইউপির জুমারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ মহিলা লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না ও বাধাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নৌকার মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান চেয়ারম্যান আতাউর রহমান সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থকদের ঐক্যবদ্ধ হয়ে নৌকা প্রতীকের জন্য বাড়ি বাড়ি গিয়ে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরে ভোট করতে আহবান জানান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না।