এম ইসলাম দিলদার,বাঘা (রাজশাহী) ঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীর বাঘায় ২৭ শতাধিক অসহায় ও দরিদ্র মানুষদের ঈদ উপহার (শাড়ী, লুঙ্গি সহ নগদ অর্থ) প্রদান করেছেন বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন।
শুক্রবার ( ২৯ এপ্রিল) সকাল ৯টায় মামুন হোসেন তার বাঘা নিজ বাসভবনে আসা ২হাজার ৭শত দরিদ্র মানুষদের হাতে শাড়ী, লুঙ্গি সহ নগদ ২শত টাকা প্রদান করেন। সময়ের সাথে জনগনের ঢল নামে মামুন নেতার বাড়ীতে। অবশেষে প্রায় ১হাজার মানুষের হাতে নগদ ৪শত টাকা করে তুলে দেন আ’লীগ নেতা মামুন হোসেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, বাঘা বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মন্ডল, বড় ভাই মুক্তার হোসেন(ঠিকাদার) ও মৎস্য আড়ৎ এর সহযোগি কর্মচারী বৃন্দ।
ঈদ উপহার গ্রহনে আগত ৩৭শত সকল মানুষদের শাড়ি,লুঙ্গী ও নগদ অর্থ হাতে তুলে দেওয়ার সময় মামুন হোসেন বলেন, মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব মোহাম্মদ শাহরিয়ার আলমের জন্য দোয়া করবেন। সেই সাথে বলেন আমার মায়ের মৃত্যু বরণ করায় আমার মায়ের জন্য দোয়া করবেন