বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃআসন্ন ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে বিজয়ী করার লক্ষে এক বিশাল প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ ডিসেম্বর) বিকেলে পৌর ও উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পৌর নির্বাচনে নৌকার প্রচার মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এর আগে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগি সংগঠনের বিভিন্ন ইউনিট থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে মুখরিত করে নেতা-কর্মীরা অংশ নেন প্রচার মিছিলে।এতে করে প্রচার মিছিলে নামে জনতার ঢল।
এসময় বক্তব্যে নেতারা বলেন, আধুনিক আধুনিক ডিজিটাল নগরী গড়তে আগামী ২৯ ডিসেম্বর বাঘা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে। ’৭১ এর পরাজিত শক্তি এখনও ষড়যন্ত্র চালাচ্ছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুিুজবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন বাংলাদেশ যখন বিশ্বের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, ঠিক তখনই ২০০১ সালের পরাজিত জামাত-বিএনপির সন্ত্রাসীরা দেশকে পিছিয়ে নেওয়ার উদ্দেশ্যে গুজব ছড়াচ্ছে। গুজবে কান না দিয়ে আগামীর সমৃদ্ধির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তারা।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির এর সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান, কোষাধাক্ষ আজিজুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা আওয়ামী লীগের সদস্য রোকনুজ্জামান রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন, বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মুন্টু, অধ্যক্ষ নসিম উদ্দিন, উপজেলা সৈনিক লীগের সভাপতি আনোয়ার হোসেন মিল্টন সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।