বাঘা(রাজশাহী) প্রতিনিধি।
রাজশাহীর বাঘা উপজেলাধীন গড়গড়ী ইউনিয়নের এক মাদক ব্যবসায়ী কে ২১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
বুধবার (৭ফেব্রুয়ারী) রাত্রি আনুষ্ঠানিক ৯ টার সময় মোঃ টুটুল সরকার(৪৩) নামের এক মাদক ব্যবসায়ী কে ২১৫ পিচ ইয়াবাসহ আটক করেছে বাঘা থানা পুলিশ। তিনি গড়গড়ী ইউনিয়নের আশরাফপুর গ্রামের মৃত মাজেদ আলীর ছেলে।
অভিযানে নেতৃত্ব দেওয়া এস আই শাহনেওয়াজ সজল কালবেলার প্রতিবেদক এম ইসলাম দিলদার কে বলেন, ওসি মোঃ আমিনুল ইসলাম স্যার এর দিকনির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে এস আই শাহরিয়ার নাসিম,এসআই সামিউল ইসলাম , এএসআই মনিরুল ইসলাম, এএসআই মুন্টু সরদারসহ সঙ্গীয় ফোর্স বাঘা থানাধীন গড়গড়ী ইউনিয়নের বেংগাড়ী শিমুলতলী ঘাটে অভিযান পরিচালনা করি। অভিযানের সময় মোঃ টুটুল সরকার (৪৩) এর শরীর তল্লাশি করে প্যান্টের ডান পকেটে সাদা পলিথিনে সংরক্ষিত ২১৫ পিচ ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসি।
এবিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আমিনুল ইসলাম জুয়েল বলেন,বুধবার রাতে ইয়াবাসহ মোঃ টুটুল সরকার নামের একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সকালে তার বিরুদ্ধে মাদক মামলাসহ আদালতে প্রেরণ করা হবে।