

বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় এক ব্যবসায়ীর বাসায় জোর পূর্বক প্রবেশ করে মারপিটসহ পাঁচ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (১৪ নভেম্বর) রাত্রি আনুমানিক সাড়ে ৮টার দিকে বাঘা পৌর এলাকার উত্তর মিলিক বাঘার মোটরসাইকেল পার্চে ব্যবসায়ী এমাজউদ্দিন এর সাথে এঘটনা ঘটে বলে জানাযায়।
এবিষয়ে এমাজউদ্দীন এর স্ত্রী বাদী হয়ে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ করেন। আহত এমাজউদ্দীন বর্তমানে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।
অভিযোগ সূত্রে জানাযায়,১৪ই নভেম্বর ২২ ইং সন্ধ্যা ০৮.৩০ ঘটিকার সময় আমার বাড়ীর উঠানে আসিয়া বিবাদী ১। মোঃ কামরুল ইসলাম(৩৬), ২। মোঃ মুনছাদ আলী (৪৪), ৩। মোঃ খায়রুল ইসলাম(৩২), ৪। মোঃ জামরুল ইসলাম (৩৪) সকলের পিতা- মোঃ আজিজ মন্ডল, ৫। মোঃ আজিজ মন্ডল (৬৫), পিতা-মৃত গণি মন্ডল,সর্বসাং উত্তর মিলিক বাঘা( দালালপাড়া), থানা-বাঘা, জেলা-রাজশাহীগন বেআইনী জনতায় দলবদ্ধ হইয়া হাতে লাঠি, লোহার রড, হাসুয়া ইত্যাদি লইয়া আমাকে ও আমার স্বামীকে উদ্দেশ্যে করিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে।আমি বিবাদীগনকে
গালিগালাজ করিতে নিষেধ করিলে বিবাদীগণ আমার স্বামীর হাতে পায়ে,পিঠেসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারীভাবে মারপিট করিয়া ছিলা ফোলা কালশিরা জখম করে। আমার স্বামীর ব্যাগে থাকা ৫,০০,০০০/- (পাঁচ লক্ষ) টাকা নিয়ে নেয়। সাক্ষীগণ সহ আরো লোকজন আসিলে বিবাদীগণ বিভিন্ন হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এবিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) মুহঃ আব্দুল করিম বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি।এসআই মো,তরিকুল ইসলাম কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।অপরাধ প্রমানিত হলে আইনগত ব্যবস্তা গ্রহন করা হবে।