বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানা মোড়ে সম্পূর্ণ নতুন আংঙ্গীকে ও গ্রাহকদের জন্য নতুন চমক নিয়ে বিসমিল্লাহ্ মোবাইল এক্সেসারিজ এর শুভ উদ্ভোধন হয়েছে।আজ শুক্রবার (১৮ নভেম্বর) বাদ মাগরিব দোয়া মাহফিলের মধ্যদিয়ে বিসমিল্লাহ্ মোবাইল এক্সেসারিজ এর এ শোরুমটি উদ্ভোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন, মার্কেট মালিক বাজুবাঘা ইউপির সাবেক চেয়ারম্যান খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন, খন্দকার মিলন হোসেন, মাওলানা আনজারুল ইসলামসহ স্থানীয় লোকজন ও ব্যাবসায়ীবৃন্দ।
বিসমিল্লাহ্ মোবাইল এক্সেসারিজের স্বত্ত্বাধিকারী মোঃ মাহবুল ইসলাম বলেন, এখানে ন্যায্য মূল্যে সকল ব্যান্ডের মোবাইল এক্সেসারিজ পাওয়া যাবে। এছাড়ও ইলেকট্রনিক ডিভাইস, বিভিন্ন প্রকার পণ্যসামগ্রী পাইকারী ও খুচরা যন্ত্রাংশ পাওয়া যাবে।