বাঘা, রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় ২৯ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আসন্ন এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শাহিনুর রহমান পিন্টু কে বিজয়ী করার লক্ষ্যে বর্ধিত সভা করেছে বাঘা পৌরসভা যুবলীগ।
৬ ডিসেম্বর ( মঙ্গলবার) বিকেলে বাঘা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পৌর যুবলীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘা পৌর যুবলীগের সভাপতি শাহিন আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুবায়দুল হকের পরিচালনায় নৌকার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি রাজশাহী জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ্, বিশেষ অতিথি বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
আশরাফুল ইসলাম (বাবুল), উপজেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান নিপন, সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী।
এছাড়াও উক্ত সভায় বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা, যুবনেতা উপজেলা সৈনিক লীগের
সভাপতি আনোয়ার হোসেন মিল্টন, জেলা আওয়ামী যুবলীগের সহ সভাপতি তসিকুল ইসলাম, জেলা যুবলীগের অর্থ সম্পাদক হাফিজুর রহমান, জেলা যুবলীগের সদস্য ও উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবলীগের সদস্য, আড়ানী পৌর যুবলীগের সভাপতি কামরুজ্জামান জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ।
উক্ত বর্ধিত সভায় আরও উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা যুবলীগের সকল ইউনিটের সভাপতি- সাধারণ সম্পাদক সহ বাঘা পৌর যুবলীগের নেতা কর্মী বৃন্দ।
সব শেষে নৌকা প্রতিকের প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর রহমান পিন্টু সকলের কাছে দোয়া ও ভোটারদের থেকে ভোট প্রার্থনা করেন। এবং সকলকে ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীক কে
বিজয়ী করার লক্ষ্য কাজ করার আহব্বায়ন করেন।