বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ আসছে ২৯ ডিসেম্বর রাজশাহীর বাঘা পৌরসভা নির্বাচন উপলক্ষে সরকারের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুর পক্ষে ভোট চাইলেন মহানগর সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মঙ্গলবার ( ২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় পৌর আ’লীগের আয়োজনে বাঘা মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে নির্বাচনি প্রচারণার শেষ দিনের জনসভায় রাজশাহী মহানগর ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এ ভোট প্রার্থনা করেন।
বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওহায়েদ সাদিক কবির এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাভ লায়েব উদ্দিন লাভলু, জেলা আওয়ামী লীগের কোষাধাক্ষ আজিজুল আলম ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলফোর রহমান সহ জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ।
নির্বাচনী জনসভায় স্থানীয়, জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ ভোটারদের উদ্দেশ্যে বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী নৌকা প্রতীক দিয়ে শাহিনুর রহমান পিন্টুকে আপনাদের কাছে পাঠিয়েছেন। নৌকার জয় মানে শেখ হাসিনার জয়, নৌকার জয় মানে আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এমপির জয়। তাই আপনারা নৌকা প্রতীকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টুকে বিজয়ী করে শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় বাঘা পৌরসভার চলমান উন্নয়নকে অব্যাহত রাখুন। নেতাদের বক্তব্য শেষে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী শাহিনুর রহমান পিন্টু সকলের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
উক্ত জনসভাটি পরিচালনা করেন বাঘা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মামুন হোসেন। এরপর জনসভা শেষে নৌকা মার্কার স্লোগানে মুখরিত করে উপস্থিত হাজার হাজার জনতা নিয়ে একটি প্রচার মিছিল বের হয়।