বাঘা প্রতিনধি: রাজশাহীর বাঘায় দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক, ল্যাপটপ ও সেলাই মেশিন প্রদান করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার আড়ানী চকসিংগা গ্রামের বাড়ি থেকে অনুদানের এ সকল সামগ্রী হিসাবে প্রদান করেন তিনি।
জানা গেছে, প্রধানমন্ত্রীর তহবিল থেকে ১০ জনকে ৫০ হাজার টাকা করে চেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে ২০ জনকে সেলাই মেশিন এবং ৭ জন মেধাবী ছাত্রকে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার, ওসি সাজ্জাদ হোসেন, চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম, আড়ানী পৌর মেয়র মুক্তার আলী, আড়ানী পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রিবন আহমেদ বাপ্পি, উপজেলা প্রকৌশলী রতন কুমার ফৌজদার, কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর রাজনৈতিক এপিএস সিরাজুল ইসলাম প্রমুখ।