বাঘা(রাজশাহী)প্রতিনিধি: রাজশাহীর বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন এর দিকনির্দেশনায় তালিকা ভুক্ত ডিজিটাল হ্যাকিং আসামী দুলাল কে আটক করা হয়েছে। শনিবার গভীর রাতে বাঘা থানাধীন পাকুড়িয়া ইউনিয়নের বেলালের মোড়ের উত্তরে নিজ বাড়ীতে অভিযান পরিচালনা করিয়া বাঘা থানার ৮/৮/২২ ইং তারিখে মামলা নং ০৮ তদন্ত প্রাপ্ত আসামী মোঃ দুলাল (২৫), পিতা-মোঃইদ্রিস আলী কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
থানা সূত্রে, মোঃ দুলাল আলীর বিরুদ্ধে ডিজিটাল হ্যাকিং নিয়ন্ত্রন আইনে থানায় একটি মামলা রুজু রয়েছে বলে জানা যায়।
এসআই তৈয়ব আলীর নেতৃত্বে এসআই দুরুল হোদা,এসআই জয়দেব কুমার সরকার,এএসআই আঃমালেক,এএসআই আঃরহিম মন্ডলসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে রাত্রী অনুমান ০২ ঘটিকার সময় বাঘা থানাধীন পাকুড়িয়া দুলাল এর নিজ বাড়ী হতে আটক করে থানায় নিয়ে আসে।
আসামী দুলালের বিরুদ্ধে এজাহার দায়ের বাঘা থানার মামলা নং- ০৮, তাং- ০৮/০৮/২০২২ ইং মামলা রুজু করা আছে। অজ্ঞাতনামা আরও আসামীদ্বয়কে গ্রেফতারের লক্ষে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জান মামলার তদন্ত কর্মকর্তা এসআই তৈয়ব আলী।
বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, গ্রেফতার কৃত মোঃ দুলাল হোসেন পিতা ইদ্রিস আলীর বিরুদ্ধে বাঘা থানায় ৮/৮/২২ ইং মামলা নং ৮ এর তদন্ত প্রাপ্ত আসামী। ডিজিটাল নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ২৩/১০/২০২২ইং তারিখ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।