বাঘা(রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় স্কুলছা’ত্রীর উড়’না ধরে টান ও অ’শ্লী’ল মন্তব্য শিক্ষক গোলাম মোস্তফার বিচার ও বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১১ টার দিকে উপজেলাধীন ৭ নং ইউনিয়নে চকরাজাপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ স্থানীয় শতশত জনসাধারণ এ মানববন্ধনে অংশ নিতে দেখা যায়।
উল্লেখ্য, গত ৮ ফেব্রয়ারী শিক্ষকের হাতে ছাত্রীকে শ্লীলতাহানি করার অভিযোগ” রাজশাহী জেলার বাঘা থানার ৭ নং চকরাজাপুর ইউনিয়ন এর চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃমোস্তফা কামাল (৫০) ক্লাস চলাকালে ৯ম শ্রোনী শিক্ষার্থী ছন্দ নাম হাসি খাতুন (১৪)পিছনের বেন্চে থাকাকালিন তার ওরনা ধরে টান দেয় শিক্ষক। শিক্ষক গোলাম মোস্তফার এমন ব্যবহারে মেয়েটি রেগে যাওয়ার কারন শিক্ষক বলেন শশুরবাড়ি গেলো কতটানাটানি করবে তোমাকে।এতে শিক্ষার্থী ক্লাস বর্জন করে বিক্ষোভ শুরু করে।এর পূর্বে শিক্ষকের এমন ৪-৫ টা ঘটনা ঘটিয়েছে বলেও স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন। এমন খবরে স্কুলের সভাপতি সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা মো আজিজুল আযম স্কুল ছুটি দিয়ে দেয়।পরে শিক্ষকের বিচারের দাবীতে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভাংচুর ও শিক্ষককে গণ পিটনী দেয়। এতে শিক্ষক গোলাম মোস্তফার মাথা ফেটে গুরুতর আ’হত হয়েছেন।পরে তিনি বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।