

এম ইসলাম দিলদার,বাঘা প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের জৈত কাদিরপুর গ্রামের শাহজামালের স্ত্রী জাহেদা পেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলমের উপহার নগদ টাকা। সোমবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক সামিউল আলম নয়ন সরকার নগদ অর্থ পৌঁছে দেন মোছাঃ জাহেদা বেগমের হাতে।
জাহেদা বেগম জীবিকা নির্বাহের জন্য পুরু্যের ন্যায় দীর্ঘ ৫/৭ বছর ধরে ভ্যান চালিয়ে আসছেন। অতীতে তিনি বাইসাইকেলে চকরাজাপুর চর এলাকা হতে বিভিন্ন খাদ্য পণ্য বহন করে বাঘার বাজারে বিক্রয় করতেন বলেও জানান অনেকেই। বর্তমানেও তাঁর ব্যাটারি চালিত অটো ভ্যানগাড়ী পাকুড়িয়া ইউপির বিভিন্ন রাস্তায় যাত্রী নিয়ে ভাড়ায় চলাচল করতে দেখা যায়। জাহেদা বেগমের উপার্জনশীল অটো ভ্যান গাড়ীটির ব্যাটারি নষ্ট হয়ে যায়। চরম দূশ্চিন্তায় মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন সাহেদা বেগম।
পাকুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক সামিউল আলম নয়ন সরকার প্রতিবেদক কে জানান, আমার প্রাণপ্রিয় নেতা, আমাদের অভিভাবক, গণমানুষের নেতা চারঘাট-বাঘা ৬ আসনের সাংসদ ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ শাহরিয়ার আলম এর নিকট অর্থিক অনুদানের আবেদন করা হয়েছিল। জাহেদা বেগম এর অটো ভ্যানগাড়ীটির ব্যাটারী নষ্ট হওয়ার কারণে নতুন ব্যাটারি ক্রয়ের জন্য নগদ ৩২ হাজার টাকা উপহার পাঠিয়েছেন। আজ সোমবার সন্ধ্যায় পানিকুমড়া বাজার অফিস কক্ষে নগদ আর্থিক উপহার জাহেদা বেগমের হাতে তুলে দেওয়ার হয়।
এসময় উপস্থিত ছিলেন, কৃষকলীগ নেতা মজিবুর রহমান,সাবেক যুব নেতা সুজন প্রাং,রফিকুল ইসলাম (শিক্ষক) হাফেজ এনামুল হক,আসাদুল ইসলাম প্রমুখ।