বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহী বাগমারার আউচপাড়া ইউনিয়ন পরিষদে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৭শে এপ্রিল বুধবার সকাল ৯টা ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম (সাফি)।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগমারা উপজেলার এ, ইউ,ই,ও মোঃ খলিলুর রহমান খলিল। চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম সাফিকুল ইসলাম সাফি তারা দুজনেই বলেন, সকল নিয়মকানুন মেনে ইউনিয়নের ৮০০শত গরীব দুঃখী অসহায় মানুষদের ১০কেজি করে চাল দেওয়া হচ্ছে। এখানে কোনরকম স্বজনপ্রীতি নেই।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্যানেল চেয়ারম্যান আকবর আলী, ইউনিয়ন পরিষদের সচিব শ্রী রঞ্জন কুমার সহ পরিষদের সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারীবৃন্দ।