সাইফুল ইসলাম, বাগমারাঃ বাগমারায় প্রাথমিক শিক্ষক পরিবার, ভবানীগঞ্জ ক্লাস্টারের আয়োজনে বার্ষিক বনভোজন ও শিক্ষক মিলন মেলা সহ এমপি কাপ ফুটবলনটুর্নামেন্ট – ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার উত্তর একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ ও কোন্দা উচ্চ বিদ্যালয় মাঠে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টর শুভ উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ ( বাগমারা) আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ।
বাগমারা উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারি শিক্ষক নাজিবুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী জেলা আ.লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার আবুল, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা মাহমুদা সিদ্দিকা, ভবানীগঞ্জ পৌর আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এস.এম মামুনুর রশিদ, তাহেরপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস.এম জিয়া উদ্দিন টিপু, বাগমারা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম, বাগমারা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক জয়ন্ত কুমার সরকার, ওসি এলএসডি,মোঃ শফিউর রহমান,কালাই,জয়পুরহাট প্রধান শিক্ষক সাইদুর রহমান, প্রভাষক আব্দুল জব্বার আউচপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সরদার জান মোহাম্মদ প্রমূখ।