বাগমারা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়নের নরদাশ বাজারের এক মৎস্য আড়ৎদারের কাছ থেকে দুই লক্ষ ছিনতায় ও প্রাণনাশ করার হুমকির অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে ভুক্তভোগী আড়ৎদার লিটন গাইন বাদি হয়ে নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ সহ বাগমারা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ সূত্রে জানা যায়- গোবিন্দপাড়া ইউনিয়নের কদম বিলে মাছ চাষকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে নরদাশ গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে মোঃ রেজাউল করিম সহ তার সন্ত্রাসী বাহিনী সোমবার ১৩ই ডিসেম্বর রাত আনুমানিক ৮ঃ ঘটিকার সময় বাদি মৎস্য আড়ৎদার লিটন গাইন নরদাশ বাজারের আড়ৎতের হিসাব নিকাশ শেষ করে টাকা নিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন পথিমধ্যে রমজানপাড়া ব্রিজের কাছে পৌঁছলে উল্লেখিত সন্ত্রাসীবাহিনী মৎস্য আড়ৎদার লিটন গাইনের উপর দেশীয় অস্ত্রসহ হামলা করে এবং গলায় হাসুয়া দিয়ে কোপ দিয়ে (২০০০০০) দুই লক্ষ টাকা ছিনতায় করে নিয়ে যায়। এতে লিটন গাইনের চিৎকারে পাশ্ববর্তী বিলের বিল পাহরি মোঃ মমতাজ গাইন ছুটে আসলে ছিনতাইকারীরা প্রাণনাশের হুমকিসহ ভয়ভীতি প্রদর্শন করে দুই লক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এতে মৎস্য আড়ৎদার লিটন গাইন সহ তার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছে। এব্যাপারে নরদাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তা তাকে পাওয়া যায়নি।
রাজশাহী পবাতে বাংলাদেশ জামাতে ইসলামীর কর্মী সম্মেলন
মোঃ শাকিল আহামাদ রাজশাহী : রাজশাহী পবা উপজেলার কর্ণহার থানার ২নং হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা ইসলামীয়া দাখিল মাদ্রাসার মাঠে (৭ই ডিসেম্বর) শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্ণহার থানার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত…