

বাগমারা প্রতিনিধিঃ বাগমারার তাহেরপুরে এক বৃদ্ধা মৃত্যু কে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।জানা গেছে,রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার ১নং জেলে পাড়ার বাসিন্দা মৃত যোগেস পালের স্ত্রী সুচিত্রা পাল (৬০) মঙ্গলবার দিবাগত রাত ১১টার পর ঘুমাতে জান।সকালে বৃদ্ধার ছেলের বউ শিউলি রানী পাল বৃদ্ধা কে তার শয়ন কক্ষের আলমারির পাশে মৃত অবস্থায় পরে থাকতে দেখে।মৃতের শরীরে মাথা সহ ২/৩স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
ঘটনাটি প্রতিবেশিদের মধ্যে মৃত্যুর খবর জানাজানি হলে পুলিশে খবর দেন।খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় বাগমারা থানা পুলিশ।
প্রতিবেশিদের সুত্রে জানা গেছে,মৃত সুচিত্রা পালের ছেলে বিদ্যুৎ পাল ১ (এক) বছর আগে মারা যায়। তারপর থেকে মৃতের ছেলের বউ শিউলি রানী পাল ও নাতি বিমান পাল (১৭) নানান ভাবে শারিরীক ও মানুষিক ভাবে নির্যাতন করতেন ৬০বছরের বৃদ্ধা সুচিত্রা পাল কে। ঘটনার ৩ (তিন), দিন আগে থেকে সব রকম খাবার দেওয়া বন্ধ করে দেয় পুত্রবধু শিউলি রানী।
তাই প্রতিবেশিদের দাবি এটা কোন স্বাভাবিক মৃত্যু নয়,হত্যাকান্ডও হতে পারে বলে ধারনা করছেন তারা।
এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ বলেন, এখনো কোন মামলা হয়নি তবে আমরা লাশটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি।ময়না তদন্ত শেষে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো।
বৃদ্ধার রহস্য জনক মৃত্যু কে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।