বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর বাঘা উপজেলায় অভিভাবকদের স্বতঃস্ফূর্ত ভোটদানের মধ্যদিয়ে বাউসা মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ সেপ্টেম্বর) ছাত্র-ছাত্রীর অভিভাবকদের সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাউসা মহাবিদ্যালয় অফিস সূত্রে জানাযায়, ম্যানেজিং কমিটির নির্বাচনে পুরুষ অভিভাবক সদস্য পদে ৭ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। তারা হলেন মোঃ বেল্লাল শাহ ( মাইজপাড়া), মোঃ মুনসুর রহমান (চকরপাড়া) , মুন্টু প্রাং (হরিপুর), শ্রী প্রতুল চন্দ্র সরকার ( বেনুপুর) , রঞ্জু মন্ডল (নোয়াপাড়া) , শচীন সরকার (শাকুরপাড়া) , মোঃ সাইফুল আলম ( সিয়াপাড়া) , মোসাঃ বুলবুলি খাতুন (টলটলি পাড়া) ,শাবনম শিরিন ( সরকারপাড়া)। এদের মধ্যে ৫ জন বিজয়ী হয়েছে। এরা হলেন রঞ্জু মন্ডল ৫৫ ভোট পেয়ে প্রথম , সাইফুল ইসলাম ৫৪ ভোট পেয়ে দ্বিতীয় , মুনছুর রহমান ৫১ ভোট পেয়ে তৃতীয় ও মুন্টু প্রাং ৩৪ ভোট পেয়ে চতুর্থ হয়েছেন। এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে বুলবুলি খাতুন ৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
উক্ত নির্বাচনে সকাল ১০ টা থেকে বিকেলে ৪ টা পর্যন্ত ১০৪ জন অভিভাবক ভোটারের মধ্যে ৯০ জন ভোট প্রদান করে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কাসেম ওবাইদা ও সহকারী পিজাইডিং এর দায়িত্ব পালন করেন
উক্ত নির্বাচনে উপস্থিত ছিলেন, বাউসা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম সহ সকল শিক্ষক ও এস আই দুরুল হোদার নেতৃত্বে এসআই জয়দেব কুমার সরকার, এসআই মুঃমেহেদী হাসান, এএসআই আব্দুল মালেক, এএসআই বলরাম চন্দ্র ঘোষসহ বাঘা থানা পুলিশের একটি দল।