নিউজ ডেস্কঃ সহকারী পরিচালক (জেনারেল) পদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে উত্তীর্ণ হয়েছেন ৬২৮ জন।
ব্যাংকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৬ এপ্রিল থেকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা শুরু হবে, চলবে ২৫ এপ্রিল পর্যন্ত। লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে, নতুন প্রবেশপত্র ইস্যু করা হবে না।
পরীক্ষার্থীদের করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে সবাইকে মাস্ক পরে আসতে বলা হয়েছে।