

নিউজ ডেস্কঃ সবার জনপ্রিয় কন্ঠ শিল্পী” শান্ত” এই প্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে চমৎকার একটি গান গেয়ে মিউজিক ভিডিও আকারে শ্রোতাদের মাঝে উপহার দিয়েছেন।”ধন্য ধন্য বাংলাদেশ পুলিশ বাহিনী”শিরোনামের গানটি রিলিজ হবার পর থেকেই গানটি শ্রোতা মহলে বেশ সাড়া ফেলেছে।গানটিতে বাংলাদেশ পুলিশ বাহিনীর কর্মদক্ষতা সহ মানবিকতার দিক গুলো তুলে ধরা হয়েছে।
জানাগেছে,গানটি লিখেছেন ও সুর করেছেন জনপ্রিয় গীতিকার ও সুরকার শাহ আলম সরকার।গত ৬ সেপ্টেম্বর এসএম ভিসিডি সেন্টার ইউটিউব চ্যানেল থেকে গানটি রিলিজ দেয়া হয়।
গানটির বিষয়ে জানতে চাইলে কন্ঠ শিল্পী শান্ত বলেন,আমি এই প্রথম বাংলাদেশ পুলিশ বাহিনীকে নিয়ে গান করলাম।গানটি রিলিজ হওয়ার পর থেকে আমার ভক্ত শ্রোতাদের কাছ থেকে আমি অনেক সাড়া পাচ্ছি।শ্রোতারা গানটি বেশ ভালোবেসেছেন। গানটি খুব যত্ন করে লিখেছেন ও সুর করেছেন গীতিকার ও সুরকার শাহ্ আলম ভাই। ভিন্ন ভিন্ন বিষয়বস্তু নিয়ে আরো বেশ কয়েকটি গান করার কাজ চলছে, কারন এতে নিজেকে ভিন্নভাবে শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া সম্ভব।