আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃবাংলাদেশের কমিউনিস্ট পার্টি নওগাঁ জেলা কমিটির ৯ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি হলেন এ্যাডভোকেট মহসিন রেজা এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খোকন, কার্যনির্বাহী ১১ সদস্য বিশিষ্ট নওগাঁ জেলা কমিটি গঠন করা হয়।
নওগাঁ শহরস্থ মুক্তির মোড় জেলা পরিষদের শিশু পার্কের অপজিটে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির জেলা কার্যালয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
পার্টির জেলা সভাপতি কমরেড এ্যাডভোকেট মহসিন রেজার সভাপতিত্বে সকালে সম্মেলন উদ্বোধন করেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড রুহিন হোসেন প্রিন্স।
সম্মেলনে কমরেড রুহিন হোসেন প্রিন্স বক্তব্য বলেন, বর্তমান সরকারের নানাবিধ অনিয়মের তথ্য তুলে ধরে বাম গণতান্ত্রিক ধারার রাজনীতিতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। একই সাথে ৯ম সম্মেলনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনের মিছিল-মিটিং সহ নানাবিদ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।