নিজস্ব প্রতিনিধি ঃ মোহনপুর উপজেলার ইতিহাসে এই প্রথম, এশিয়া কাপ-২০২২ কে সামনে রেখে, বাংলাদেশকে শুভকামনা জানিয়ে বাইক শোভাযাত্রার আয়োজন করেছে একদল ক্রিকেট প্রেমি তরুন।
৩০/০৮/২০২২ইং তারিখ, এশিয়া কাপ-২২ এর বাংলাদেশ বনাম আফগানিস্থান এর প্রথম খেলা উপলক্ষে বাংলাদেশ কে সমর্থন করে, মোহনপুর উপজেলার একদল ক্রিকেট প্রেমী তরুণ এক বিশাল রোড শো এর আয়োজন করে। সেখানে ৫০টির অধিক বাইক অংশগ্রহণ করে। উক্ত রোড-শো টি মোহনপুর সরকারি বিদ্যালয় হতে শুরু করে কেশরহাট বাজার হয়ে মৌগাছি বাজার পর্যন্ত যায় এবং পরিশেষে মোহনপুর মাঠে এসে সমাপ্তি ঘোষণা করা হয়।
উক্ত শোভাযাত্রা সৌন্দর্য বর্ধন এর জন্য সকলে লাল সবুজ বর্ণের জার্সি এবং পতাকা সহ উক্ত রোড-শো টি সম্পন্ন করে। যা অনেক দৃষ্টিনন্দন ছিলো।
এভাবেই তারা তাদের রোড-শো টি পরিসমাপ্তি ঘটায়। উক্ত রোড-শো টির আয়োজন করে মোহনপুর উপজেলার শিশির, হিমেল রঙ্গন, জয় সহ আরো অনেক তরুণ।