স্টাফ রিপোর্টার : রাজধানীর বনানীতে একটি ছয় তলা ভবনের তিন তলায় আগুন লেগেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টিভির অফিস রয়েছে বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর এনামুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বনানীর চেয়ারবাড়ী এলাকায় একটি ৬ তলা ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভবনটিতে বেসরকারি আনন্দ টেলিভিশন চ্যানেলের কার্যালয় রয়েছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ কিংবা ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে