নিজস্ব প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার(১৭ মার্চ) সকালে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলার সরদার পাড়া বঙ্গবন্ধু চত্বরে ফুল শ্রদ্ধা নিবেদন করেন। উপজেলা প্রসাশন ও উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের কর্মকর্তা এতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশেষ মুনাজাত ও মিষ্টি বিতরণ করা হয়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন সরকার এর সভাপতিত্বে কেক কাটা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার, নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম খালিদ সাইফুল্লাহ, আরএমও ডা. দেবাশীষ রায়, থানার ওসি শামসুল আলম শাহ্,মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝর্ণা , আবুল কালাম আজাদ ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ, সাধারণ সম্পাদক তাসরিফ হোসেন সম্পদ।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মোরশেদুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোফাজ্জল হোসেন, উপজেলা প্রৌকশলী সৈকত দাস, কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার মুসাক আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা মুনিরজ্জাম মনির, পল্লীউন্নয়ন কর্মকর্তা প্রহলাদ কুমার, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান সহ বিভিন্ন স্কুলের কচিকাঁচা শিশু কিশোর ও অভিভাবকবৃন্দ সাংবাদিক, সুধীজন প্রমূখ।