মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি”
ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে
উপজেলা প্রশাসনের আয়োজনে ভোক্তা অধিকার দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
মো.রিয়াজ উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপরিষদ ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা পরিষদ সদস্য ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো.কামরুজ্জামান,
উপজেলা কৃষি কমকতা কৃষিবিদ মোছা.রুম্মান আক্তার, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা
মো.আখতারুজ্জামান,উপজেলা সেনেটারী ইনেস্পেক্টর জগদিস চন্দ্র রায়,খাদ্য পরির্দশক মো.নাসিম আল আখতার,এসআই আমজাদ হোসেন,আনছার ভিডিপি কর্মকর্তা রিতা রায়
প্রমুখ। শেষে প্রজেক্টরের মাধ্যমে ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতা মুলক ডকুমেন্টারি প্রর্দশন করা হয়।
মেহেদী হাসান
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: