বাগেরহাট সংবাদদাতা : ফকিরহাটে কিশোর-কিশোরী ক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান বুধবার (৪ জানুয়ারি) দিনব্যাপি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেলা ১১টায় আট্টাকা কেরামত আলী পাইলট
মাধ্যমিক বিদ্যালয় মাঠে দৌড় ও বালিশ বদল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পরে উপজেলা অডিটোরিয়ামে কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও এর সহধর্মিনী নওশিন তাবাচ্ছুম রাকা।
বিশেষ অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।
এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাশ, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা নাজমা আক্তার, ইউডিএফ নুরজাহান খাতুন, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের কর্মকর্তা মারুফা খাতুন সহ কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।