আলেক উদ্দীন দেওয়ানঃ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক অসহায় ভূমিহীনদের মাঝে ঈদ উপহার ও গৃহ প্রদান উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং ও সাংবাদিকদের সাথে মতবিনিময়।
আজ ২৫ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে জেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশেষ প্রেস ব্রিফিং বক্তব্য রাখেন, জেলা প্রশাসক
এ কে এম গালিভ খান, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটি) আহমেদ মাহাবুব-উল-ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রাজস্ব শাখা) মোঃ আনিসুর রহমান, সদর উপজেলা নির্বাহি অফিসার ইফফাত জাহান,
চাঁপাইনবাবগঞ্জ জেলায় মুজিববর্ষে প্রথম পর্যায়ে ৫টি উপজেলায় মোট ১ হাজার ৩শ ১৯টি এবং দ্বিতীয় পর্যায়ে ২ হাজার ৬শ ১৯টি ও তৃতীয় পর্যায়ে ৬শ ১৬টিসহ জেলায় ৪ হাজার ৫শ ৫৪জন
উপকারভোগী পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জ জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে বলে জানান জেলা প্রশাসক।
প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসক এ কে এম গালিভ বলেন, আগামীকাল ২৬ এপ্রিল মঙ্গলবার গণভবন থেকে এ জেলায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে জমির দলিল চাবিসহ গৃহহীন ও ভূমিহীনদের মাঝে ঈদের উপহার হিসেবে ঘরগুলো হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।