নাঈম হোসেন : মানুষ মানুষের জন্য… জীবন জীবনের জন্য… একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? এর প্রতিত্তোরে অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছে রাজশাহীর হেতেম খাঁ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবটি ১৯৭৯ সাল থেকে খেলাধুলার পাশাপাশি অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের সেবা করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পায়ে চলতে না পারা এক প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) বিকেল ৫টায় হেতেম খাঁ এলাকার ডিএসপি নামের এক ব্যক্তিকে এই হুইল চেয়ার প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হেতেম খাঁ স্পোর্টিং ক্লাবের সভাপতি ও বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক রাজ্জাক আহমেদ রাজন,রাজশাহী মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি শহীদুল ইসলাম বিপুল,১০ নং ওয়ার্ড যুবলীগ নেতা সনি,১০ নং ওয়ার্ড এর সাংগঠনিক সম্পাদক এস এম পিংকু সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ
জানা গেছে,এই ক্লাবের প্রতিষ্ঠাতা রাসিক ১০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিরাজ উদ্দিন আহমেদ মানিক। তাঁর অবদানে এই ক্লাব এখনও মানব সেবায় নিয়োজিত রয়েছে। বর্তমানে এই ক্লাবের হাল ধরেছেন বোয়ালিয়া পশ্চিম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান এই ক্লাবের সভাপতি রাজ্জাক আহমেদ রাজন।