নিজস্ব প্রতিনিধি ঃ রাজশাহী নগরীর বিল পাড়া কয়ের দাঁড়াতে পারিবারিক দ্বন্দে ছেলের দোকান ঘর ভাংচুরসহ গাড়ি পুড়িয়েছেন বাবা ও ভাই। সোমবার (১৯ সেপ্টেম্বর) সাড়ে ৮টায় এমন ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ছেলে উজ্জল (৩৫) সন্ধ্যায় বিলপাড়া মোড়ে তার স্যানিটারী দোকানে বসে ছিলেন । তার মোটর সাইকেল বাহিরে ছিল। ছেলের বাবা সানোয়ারুল ইসলাম ও ছোট ভাই সুমন এসে দোকানের ব্যানার ও মোটর সাইকেলে আগুন ধরিয়ে দেয়।
ভুক্তভোগী উজ্জল আগুন ধরিয়ে দেয়ার বিষয়ে জানতে চাইলে জানান, গতকাল বাসায় একটা দ্বন্দ হয়েছে। সেই জের ধরে বাবা ও ভাই এমন ভাবে আমার দোকান ভাংচুর ও দেড় লাখ টাকার গাড়ি পুড়িয়ে দিয়েছে।
আইনের আশ্রয় নেবেন বলে জানান ছেলে উজ্জল।