গোদাগাড়ী প্রতিনিধি: পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েসান গোদাগাড়ী – পুসাগের সভাপতি নির্বাচিত হন তানভীর ইসতিয়াক এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ৷দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত রাজশাহী জেলার অন্তর্গত,গোদাগাড়ী উপজেলার এর সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ২০১৭ সালে,“Public University Student’s Association, Godagari” এর যাত্রা শুরু হয়।“Public University Student’s Association, Godagari”
একটি সম্পূর্ণ অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন।গোদাগাড়ীতে শিক্ষার প্রসার, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদের সহযোগীতা প্রদান এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্সপ্রাপ্ত দরীদ্র ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় সহযোগীতা প্রদান করাই এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। এরই অংশ হিসেবে সংগঠনটি বিভিন্ন সেবা, সচেতনতা ও শিক্ষামুলক কাজ করে আসছে।গত ২ সেপ্টেম্বর ২০২২ ইং তারিখে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এর ২০২২-২০২৩ সালের কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিটি তে,“সভাপতি” হিসেবে দায়িত্ব পান,তানভীর ইসতিয়াক ( রাজশাহী বিশ্ববিদ্যালয়)।এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন,ইসমাইল হোসেন ( খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)এবং মামুনুর রশিদ ( বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)কে সাংগঠনিক সম্পাদক এবং হাসিবুল হাসান কে সিনিয়র সহ-সভাপতি করে ৬৮ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।