সারোয়ার হোসেন : আসন্ন আগামী ১১ নভেম্বর রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউপি ভোটে পৌর আ”লীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক তরুণদের আইকন আবুল বাসার সুজন নৌকার পক্ষে গণসংযোগ করেছেন। গতকাল মঙ্গলবার বিকেল থেকে রাত্রি পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মী নিয়ে ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে নৌকা প্রতীকের প্রার্থী মতিনের জন্য ভোট প্রার্থনা করেন। এতে করে সুজনের আগমনে ভোটের মাঠে এক নতুন মাত্রা যোগ হয়েছে। তাকে পেয়ে তৃণমূলের নেতাকর্মীরাও উৎফুল্ল।
জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেল থেকে গভীর রাত্রি পর্যন্ত উপজেলার পাঁচন্দর ইউপি এলাকার কৃষ্ণপুর, গুড়ল কৃষ্ণপুর, কুন্দাইন ও মাহানপুরে একঝাক তরুণ নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেন আবুল বাসার সুজন। তিনি ভোটারদের অনুরোধ করে বলেন আপনারা অন্যের কথায় ভুলবেন না, অন্যরা অনেক রকম ফুলঝরি প্রতিশ্রুতি দিবে। তাদের কোথায় কান দেওয়া যাবেনা। বিগত সময়ে অনেক নামি দামি চেয়ারম্যান গেছে,কিন্তু কেউ ইউপি এলাকায় পরিষদ ভবন নির্মাণ করতে পারেনি। অথচ আব্দুল মতিন চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি পরিষদ ভবন নির্মাণ করেছেন এবং ইউপি এলাকায় সাংসদ ফারুক চৌধুরীর মাধ্যমে অনেক উন্নয়ন করেছেন। নৌকা হচ্ছে উন্নয়নের প্রতীক, নৌকা হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতীক এজন্য নৌকার বাহিরে ভোট দিয়ে ইউপিকে পুনরায় অবহেলিত করবেননা। অসমাপ্ত উন্নয়ন কাজ করার জন্য নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মতিনকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করুন। কারন স্থানীয় সাংসদের অন্যতম আস্থাভাজন মতিন। তাকে বিজয়ী করাতে পারলে যত উন্নয়ন হয়েছে আরো উন্নয়ন হবে। আপনাদের কোন ধরনের সমস্যা থাকবেনা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, পাঁচন্দর ইউপির সৈনিকলীগ নেতা সাদিকুল ইসলাম, সেচ্ছাসেবকলীগ নেতা সুইটসহ ওই ইউপির শতশত তৃণমূলের ভোটার ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।