নিজস্ব প্রতিবেদক: সৌদি আরব পৌঁছে সপরিবারে পবিত্র ওমরাহ সম্পন্ন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা: আনিকা ফারিহা জামান অর্ণা।
ডা: অর্ণা জামান প্রথমে পবিত্র কাবা ‘তাওয়াফ’ করেন। এরপর সাফা ও মারওয়ার মধ্যে সাঈ করে ওমরাহর আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তিনি। এ সময় তিনি দেশবাসীর জন্য কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর অব্যাহত শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করেন।
ডা: আনিকা ফারিহা জামান অর্ণার সাথে বাবা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, মাতা বিশিষ্ট সমাজসেবী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আকতার রেনী, স্বামী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক মো. রেজভী আহমেদ ভূঁইয়া, ছোট বোন মাইশা সামিহা জামান শ্রেয়া ওমরাহ পালন করেন।
এরপর অর্ণা জামান সাফা-মারওয়া প্রদক্ষিণ করেন। মক্কায় তিনি ফজরের নামাজ আদায় করেন। ওমরাহ পালন শেষে তিনি মক্কায় অবস্থান করছেন।