ডেস্ক নিউজ ঃএখন থেকে নতুন সড়ক তৈরির পরিবর্তে বিদ্যমান সড়ক রক্ষণাবেক্ষণে জোর দিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় তিনি নির্দেশনা দেন।
সভা শেষে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
একনেক সভায় সড়ক প্রশস্তকরণে দুটি প্রকল্প পাস হয়। প্রকল্প দুটি পাসের সময় প্রধানমন্ত্রী এ নির্দেশনা দেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘এটা সবার স্বীকৃত, প্রধানমন্ত্রীও বলেছেন, সড়কের ঘনত্ব বিশ্বের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি। অর্থাৎ প্রতি বর্গকিলোমিটার আয়তনের অনুপাতে কতটুকু সড়ক আছে তা বাংলাদেশে বেশি।
‘এ জন্য প্রধানমন্ত্রী বলেছেন, আর নতুন সড়ক বানানোর দিকে নজর না দিয়ে বিদ্যমান যে সড়ক রয়েছে, সেগুলো রক্ষণাবেক্ষণে গুরুত্ব দিতে হবে।’
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘তিনি বলেছেন, আমরা প্রচুর রোড করেছি, এখন মেইন টার্গেট হওয়া উচিত বিল্ডিংয়ের চেয়ে মেইনটেইনিং। যে সড়কগুলো আমরা বানিয়েছি সেগুলো সুরক্ষা দিতে হবে, শক্তিশালী করতে হবে, আপগ্রেডিং করতে হবে, প্রশস্ত করতে হবে। নতুন নতুন সড়ক না বানিয়ে হাতের সড়কগুলোকে চালু রাখেন, ভালো করে রিপেয়ার করেন। আপাতত নতুন সড়ক নির্মাণের পরিকল্পনায় ব্রেক দেন।’
একনেকে পাস হাওয়া সড়কের প্রকল্প হচ্ছে, ‘দিনাজপুর সড়ক বিভাগাধীন হিলি স্থলবন্দর-ডুগডুগি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণসহ তিনটি গুরুত্বপূর্ণ সড়কের বিদ্যমান সরু-জরাজীর্ণ কালভার্টগুলো পুনর্নির্মাণ এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট ও ড্রেন নির্মাণ প্রকল্প।’
এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৪৬৩ কোটি ৭২ লাখ টাকা। অন্য প্রকল্প হচ্ছে, ‘শেরপুর (কানাসাখোলা)-ভীমগঞ্জ-নারায়ণখোলা-রামভদ্রপুর-পরানগঞ্জ-ময়মনসিংহ (রহমতপুর) সড়ক উন্নয়ন প্রকল্প।’
এতে ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮৪২ কোটি ২৭ লাখ টাকা।
একনেক সভায় ১ হাজার ১১৪ কোটি ৬৩ লাখ টাকায় ‘শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (১৪টি) প্রকল্প’ অনুমোদন পেয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী আইটি সেক্টরকে আরও সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘আইটি সম্পর্কে আরও বেশি সাধারণ মানুষকে সচেতন এবং প্রশিক্ষিত করতে বলেছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, এই খাতে ভালো একটা সম্ভাবনা রয়েছে। ইয়ং বয়সের ছেলেমেয়েরা এখান থেকে প্রচুর আর্ন করছে। এই আইটি খাত আরও বেশি সম্প্রসারণের কথা বলেছেন তিনি।’