নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে পাকা সড়কের ধারে ফেলে যাওয়া নব-যাতকের (দুটি হাত ও একটি পা বিহীন) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সূত্রে জানা যায়, সোমবার সন্ধার পূর্ব মুহূর্তে মহাদেবপুর উপজেলার বেলঘরিয়া- স্বরুপপুর গ্রামীণ পাকা সড়কের বেলঘরিয়া গভীর নলকূপের কাছে রাস্তার উপর (আনুমানিক ৪/৫ মাসের) এক নব-যাতকের মৃতদেহ নিয়ে কুকুরের দল টানা-হ্যাচড়া করছে। এ সময় রাস্তা দিয়ে চলাচলরত পথচারীরা দেখতে পেয়ে কুকুরকে তাড়িয়ে দেয়। ঘটনাটি পার্শ্ববর্তী লোকজনকে জানালে মহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ার পর বেলঘরিয়া ও পার্শ্ববর্তী স্বরুপপুর গ্রামের লোকজনসহ পথচারীরা ঘটনাস্থলে জমা হোন। এরপর স্থানীয়রা থানায় খবর দিলে নওহাটামোড় ফাঁড়ি পুলিশ ও মহাদেবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নব-যাতকের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান।

বেলঘরিয়া গ্রামের উজ্জল চন্দ্র ও নয়ন হোসেন জানান, সড়কের উপর নব-যাতকের মৃতদেহ কুকুরে টানা হ্যাচড়া করতে দেখে পথ-চারিরা কুকুরকে তারিয়ে দিয়ে ঘটনাটি গ্রামের লোকজনকে জানালে আমরা সন্ধার পূর্বে ঘটনাস্থলে গিয়ে একটি পা ও দুটি হাত বিহীন ক্ষত-বিক্ষত নব-যাতকের মৃতদেহ রাস্তার পার্শ্বে পরে থাকতে দেখি। এসময় ঘটনাস্থলে থাকা লোকজন ধারণা পোষন করে বলেন, অবৈধ্য বা গোপন দৈহিক সম্পর্কের ফসল হতে পারে। এজন্যই হয়ত বা অবৈধ্য সম্পর্কের ঘটনা গোপন রাখতে নিস্পাপ নব-যাতককে অজ্ঞাত কোন ব্যাক্তিরা পলিথিন ও কাপড়ে মুড়িয়ে ঘটনাস্থলে এনে ফেলে গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ জানান, ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথেই (মহাদেবপুর সার্কেল) এ টি এম মাইনুল ইসলামসহ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক ঘটনাস্থল থেকে নব-যাতকের মৃতদেহটি উদ্ধার করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে