নিজস্ব প্রতিনিধি : রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক উপচার পত্রিকার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার নগরীর শিরোইল দোশর মন্ডলের মোড়ে অবস্থিত পত্রিকা কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পত্রিকার যুগ্ম-সম্পাদক মো: নুরে ইসলাম মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক ড.মোহাম্মদ আবু ইউসুফ সেলিম। এ সময় পত্রিকার বিভিন্ন জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দৈনিক উপচার পত্রিকার স্টাফ রিপোর্টার ফারুক আহম্মেদ। আলোচনা শেষে দোয়াও পরিচালনা করেন তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পত্রিকার স্টাফ রিপোর্টার ফাইসাল আজম অপু। ইফতারের পূর্ব মূহুর্তে পত্রিকার সকল প্রতিনিধি, সাংবাদিক, কর্মকর্তা-কর্মচারী ও কলাকুশলী এবং দেশ ও জাতির শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইফতার মাহফিলে উপস্থিত থাকা সকলকে দীর্ঘায়ু ও শুভ কামনা জানান।
চাঁদাবাজ, ঘুষবাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি-ডা.শফিকুর রহমান
আসগর আলী সাগরঃ চাঁদাবাজ, ঘুষবাণিজ্য ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে যুদ্ধ এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান। শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির…