
নাজমুল হুদা দুর্গাপুর প্রতিনিধি:রাজশাহীর দুর্গাপুর উপজেলায় আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবস ২০২১ উপলক্ষে ‘অনির্বাণ’ নামক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়।
উপজেলার সিংগা বাজারে নিম্ন আয়ের মানুষদের মাঝে চাল,ডাল,আটা,আলু, পটোল সহ মাস্ক বিতরণ করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ মহসীন মৃধা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, আলহাজ্ব আব্দুল মোতালেব মোল্লা। সংগঠনটির সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক, আলতাফ হোসেন ও সদস্য হান্নান ইসলাম (টনী)
অনুষ্ঠানে প্রধান অতিথি মহসীন মৃধা বলেন, করোনার প্রকোপে অনেক নিন্ম-আয়ের মানুষ কষ্টে আছে। আমাদের সকলের উচিৎ পরস্পরকে সহযোগিতা করা। এই সংগঠনের সাফল্য কামনা করছি, এমন আরও সংগঠনকে সাধারণ মানুষদের সহযোগিতার আহ্বান জানাচ্ছি।