সারোয়ার হোসেন,তানোর: সারাদেশের ন্যায় রাজশাহী -১ তানোর-গোদাগাড়ী আসনে শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন ও গননা শেষ হয়েছে। তবে আলোচিত রাজশাহী-১তানোর- গোদাগাড়ী আসনে আলোড়ন সৃষ্টি করে চতুর্থ বারের মতো আবারো নৌকার মাঝি হিসেবে বিজয়ী লাভ করেছেন আওয়ামী লীগ মনোনীত ওমর ফারুক চৌধুরী। এবার দিয়ে টানা চতুর্থ বার এমপি নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিলেন তিনি।
রাজশাহী-১ আসনে ত্রি’মুখী লড়াই করে নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী – ১১,১৭৩ ভোট বেশি পেয়ে পুনরায় এমপি নির্বাচিত হয়েছেন।
তানোরে নৌকা প্রতিকে ভোট প্রাপ্ত ৪৩,৩৭২ ও কাঁচি প্রতিক পেয়েছে ৪৯,১০৯। তানোরে ৫.৭৩৭ ভোটে এগিয়ে ছিলেন কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী। তানোরে স্বতন্ত্র ট্রাক প্রতিকের প্রার্থী মাহিয়া মাহি ভোট পেয়েছেন ২.০৮২ স্বতন্ত্র বেলুন প্রতিকের প্রার্থী আয়েশা আক্তার ডালিয়া ভোট পেয়েছেন৪০৮ ও লাঙ্গল প্রতিকের শামসুল মন্ডল পেয়েছেন ৩৬৭ ভোট।
গোদাগাড়ী উপজেলায় আ”লীগের মনোনীত নৌকার মাঝি ওমর ফারুক চৌধুরী ভোট পেয়েছেন ৬০,২২০ ও স্বতন্ত্র কাঁচি প্রতিকের প্রার্থী গোলাম রাব্বানী ৪৩,৩১০ ভোট। ট্রাক প্রতিক পেয়েছে ৬,৯২৭ ভোট।
তানোর গোদাগাড়ী আসনের বিভিন্ন ভোটকেন্দ্র ঘরে দেখা গেছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গোদাগাড়ী ও তানোর উপজেলা প্রশাসন এবং থানা পুলিশের কঠোর পরিশ্রমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন জনগণকে উপহার দিয়েছেন।