এম এ ওয়াজেদ আবরার

যে শহরে তুমি নেই সে শহরে আমার কি কাজ!    যে শহরে তুমি নেই সে শহরে আমার কি কাজ!       তুমি ছাড়া এ শহর যেন শূন্য শুধুই শূন্য।           তুমি ছাড়া এই শহরের ইট পাথরগুলো যেন আজ মলিন বর্ণহীন.

 

তোমার খুঁজে শহরে অলিতে গলিতে যান বহন গুলো ঘুরে বেড়ায় সারাদিন-  তুমি নেই কোথাও নেই তুমি!তুমি নেই বলে শহরের পাখিরা ডাকে না।তুমি নেই বলে আজ সৌন্দর্যহীন শহর যেন এক মরুভূমি।

এ শহর যেন আজ শহর নেই কোন এক যুদ্ধ বিধ্বস্ত মৃত্যুপুরী।                                            কোন এক উত্তপ্ত দুপুরে আসবে আবার তুমি এ শহরে।

হাসবে আকাশ হাসবে বাতাস চারিদিকে শুধু আনন্দ অশ্রু,

কোন এক গোধূলি লগ্নে দেখা হবে তোমার সাথে কথা হবে হাতে হাত রেখে নদীর পাড়ে।

( সং কলোন : রাসেদুল ইসলাম)

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *