

বিনোদন ডেস্ক: ‘আরআরআর’ ঝড় যেন থামছেই না। এস এস রাজামৌলি পরিচালিত ‘বাহুবলী’ সিরিজ সিনেমার মতো ‘আরআরআর’ ও বক্স অফিসে বিশাল সফলতা পেয়েছে। সিনেমাটি শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও ব্যাপক সাফল্য পেয়েছে।
২৫ মার্চ মুক্তির পর থেকে বক্স অফিসে নতুন রেকর্ড গড়েই যাচ্ছে সিনেমাটি।
এছাড়া দ্বিতীয় সপ্তাহে তেলুগু নববর্ষের ছুটি থাকায় বক্স অফিস থেকে বিশাল পরিমাণ অর্থ সংগ্রহ করেছে ‘আরআরআর’।
সবমিলিয়ে এটি এখন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা। মুক্তির প্রথম সপ্তাহে সিনেমাটি ৭০৯ কোটি ৩৬ লাখ রুপি সংগ্রহ করেছে। দ্বিতীয় সপ্তাহে এটি আরও বাড়বে।
জুনিয়র এনটিআর ও রাম চরণ ছাড়াও সিনেমাটিতে ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট ও অজয় দেবগন।