সারোয়ার হোসেন : “শেখ রাসেল দীপ্ত জয়োল্লআস অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে তানোর পৌরসভার উদ্যোগে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়েছে।
সোমবার (১৮অক্টোবর) সকাল ১০ টার দিকে তানোর পৌরসভার আয়োজনে পৌর চত্বরে এ জন্মদিন পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার মেয়র ইমরুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান পাপুল সরকার, পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর তাসির উদ্দিন,
২নং ওয়ার্ড কাউন্সিলর রোকনুজ্জামান জনি, কাউন্সিলর নাজিম উদ্দীন, কাউন্সিলর লিয়াকত আলী, কাউন্সিলর হাবিবুর রহমান, কাউন্সিল এন্তাজ মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর জুলেখা বিবি,সংরক্ষিত গুলনাহার বেগম,সংরক্ষিত মোমেনা বেগম সহ পৌরসভার বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ গন উপস্থিত ছিলেন।
এসময় শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।