তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ৭৬লিটার দেশীয় চোলাই ও পঞ্চাশ গ্রাম গাঁজাসহ দু’জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের পৃথক ভাবে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন,তানোর পৌর এলাকার থানা সংলগ্ন কুঠিপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী আলেয়া বেগম(৩৮)কে ৭৬লিটার দেশীয় চোলাই মদ ও মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর গ্রামের গোলাম রাব্বানীর পুত্র সোহেল রানা বাবু(৩২)কে পঞ্চাশ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়। থানা পুলিশ সূত্রে জানা গেছে,তানোর পৌর এলাকার কুঠিপাড়া গ্রামের আলেয়া বেগম দীর্ঘদিন ধরে বাড়িতে পুলিশের চোখ ফাঁকি দিয়ে দেশীয় চোলাই মদের ব্যবসা চালিয়ে যাচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বাড়ি থেকে তাঁকে ৭৬লিটার চোলাই মদসহ গ্রেফতার করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।