মনিরুজ্জামান মনি, তানোর প্রতিনিধিঃ
রাজশাহীর তানোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেছেন আঃ রহিম । আজ সোমবার (১০জুলাই ) বিকেল ৪টার দিকে তিনি তানোর থানায় ওসি হিসেবে যোগদান করেন। এ সময় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃরহিমকে ফুলের তোড়া দিয়ে বরন করে নিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)কামরুজ্জামান মিয়া।আঃ রহিম নাটোর জেলার তদন্ত (ওসি)হিসেবে কর্মরত ছিলেন । অপরদিকে বিদায়ী ওসি কামরুজ্জামান মিয়াকে রাজশাহী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বদলি করা হয়েছে। তিনি তানোর থানায় ওসি (তদন্ত) হিসেবে ১৭মাস কর্মরত ছিলেন।

এ বিষয়ে রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার)বলেন, পুলিশের নিয়মিত বদলির ধারাবাহিকতায় উভয়কে বদলি করা হয়েছে।পুলিশের কাজে সাধারণ জনগণকে সহযোগিতা করার- এ আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের জানমালে নিরাপত্তায় সর্বদা নিয়োজিত পুলিশ বাহিনী। পুলিশকে সহযোগিতার জন্য সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে