সারোয়ার হোসেন : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন ও দেশীয় চুলাই মদ সহ জিআর মামলায় গ্রেফতার আটজন। বৃহস্পতিবার(২১ অক্টোবর) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, তানোর পৌর এলাকার জিওল চাঁদপুর গ্রামের মৃত জুলফিকার মোহাম্মদের পুত্র কুখ্যাত হেরোইন ব্যবসায়ী আম্বিয়া রহমান(৩৪) ও তার স্ত্রী শ্যামলী বিবি(২৫), বাধাইড় ইউনিয়নের ধামধুম গ্রামের শ্রী বেটকা মুর্মুর পুত্র চুলাই মদ ব্যবসায়ী শ্রী লগেন মুর্মু(৩৫),
পাঁচন্দর ইউনিয়নের কুন্দাইন গ্রামের মৃত সোমির সরদারের পুত্র চুলাই মদ ব্যবসায়ী নেপাল সরদার(৫০), কলমা ইউনিয়নের কিসমত বিল্লি গ্রামের গোলাম মোস্তফার পুত্র মোহাম্মদ আলী, রেজাউল করিমের স্ত্রী সেতেরা বেগম,গোলাম মোস্তফার পুত্র খায়রুল ইসলাম, গোলাম মোস্তফার স্ত্রী আনোয়ারা বেগম।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, জেলা পুলিশ সুপারের নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।