তানোর প্রতিনিধিঃরাজশাহীর তানোর সাব-রেজিস্ট্রী অফিসের সাবেক সভাপতি সিনিয়র দলিল লেখক তাছির উদ্দিন ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়ে ছিল ৭০ বছর। আজ (৪ এপ্রিল) মঙ্গলবার সকাল সাড়ে ৭ ঘটিকার সময় নিজ বাসভবনে তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সারসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। মরহুমের জানাযার নামাজ মঙ্গলবার বাদ যহুর শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

এমন ব্যক্তির মৃত্যুতে শোক জানিয়ে তার রুহের মাগফেরাত শান্তি কামনায় করছেন তানোর দলিল লেখক সমিতির সভাপতি ফাইজুল ইসলাম, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ক্যাশিয়ার সোহেল রানা, সিনিয়র দলিল লেখক দুলাল হোসেন, রায়হান শাহ , প্রমুখ।

অপরদিকে, তানোর দলিল লেখক সমিতির সভাপতি তাছির উদ্দিনের মৃত্যুতে তানোর প্রেসক্লাবের পক্ষ থেকে শোক জানিয়ে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন সিনিয়র সহ-সভাপদি আঃসবুর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি যুগ্ন সম্পাদক সারোয়ার হোসেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে