সারোয়ার হোসেন: রাজশাহীর তানোর উপজেলার ৬০টি পূজা মন্ডপে এমপি ওমর ফারুক চৌধুরীর আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার(১৪ অক্টোবর) সকালে উপজেলা বড় অডিটোরিয়াম হল রুমে উপজেলার ৬০টি মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে এ অনুদানের অর্থ তুলে দেন এমপি ওমর ফারুক চৌধুরী। এসময় উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাজশাহী-১আসনের সাংসদ ওমর ফারুক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান চঞ্চল,কাঁকন হাট পৌরসভার সাবেক মেয়র ও কাঁকন হাট পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রামকমল সাহা,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুকুল কুমার ঘোষ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও চাপড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা লীগের সভাপতি সোনিয়া সরদার, তানোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার,কলমা ইউনিয়ন ছাত্র লীগের সভাপতি মুর্শেদুল মোমিন রিয়াদ প্রমুখ সহ বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণগন উপস্থিত ছিলেন।