সারোয়ার হোসেন : রাজশাহীর তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে ১কেজি গাঁজা ও ২গ্রাম হেরোইনসহ ২জনকে গ্রেফতার করেছে পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় গ্রেফতারকৃত আসামীদের কাছে থেকে ১কেজি গাঁজা ও ২গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোহনপুর উপজেলার আত্রাই গ্রামের কফিল উদ্দিনের পুত্র গাঁজা ব্যবসায়ী রফিকুল ইসলাম(৩৪) ও তানোর পৌর এলাকার জিওল চাঁদপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র হেরোইন ব্যবসায়ী ওয়াসিম আলী সোনার(৩৫)।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাকিবুল হাসান রাকিব জানান, জোলা পুলিশ সুপারের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১কেজি গাঁজা ও হেরোইন সহ ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।