তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোরে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন করা হয়েছে। জানা গেছে, ১৪ ডিসেম্বর বুধবার সকালে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে স্বরন করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবিদের। শ্রদ্ধাঞ্জলির পর বুদ্ধিজীবীদের স্বরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এদিকেউপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশিদ ময়না। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিঞা,কৃষি সম্প্রসারন কর্মতর্তা সাইফুল্লাহ , তানোর উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম।এ সময় ১৪ই ডিসেম্বর নিয়ে আলোচনা করেন মুক্তিযোদ্ধা আঃরাজ্জাক,নুরুল ইসলাম,কার্তিক । এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিচারপতি বজলুর রহমান ছানার অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য বিচারপতি বজলুর রহমান ছানার ৮ম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করছে বিচারপতি বজলুর…