তানোর, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর থানা পুলিশে বিশেষ অভিযানে ৭৪লিটার দেশীয় চোলাই মদ ও গাঁজাসহ ৯জন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, বাধাইড় ইউপির হরিশপুর বালিকা পাড়া গ্রামের আলমগীর হোসেন(৪৫)কে একশো গ্রাম গাঁজাসহ ও কলমা ইউপির মালবান্দা গ্রামে অভিযান চালিয়ে ৭৪লিটার দেশীয় চোলাই মদসহ দেবেন মুর্মু(৫০) কে গ্রেফতার করা হয়। এছাড়াও বিভিন্ন সিআর মামলায় পলাতক ৭জন আসামিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরন করা হয়। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব আসামিদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
চারঘাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও উপকরণ বিতরন অনুষ্ঠিত
চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ ২০২৪-২৫ অর্থবছরে প্রণোদনা কর্মসূচীর আওতায় খরিপ-২/২৪ মৌসুমে গ্রীস্মকালীন পেঁয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ,রাসায়নিক সার ও উপকরণ বিতরন অনুষ্ঠিত হয়েছে।…