নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে তালাবদ্ধ বাড়ির বারান্দা থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। কিন্তু ওই বাড়িতে লাশ ছাড়া পরিবারের আর কাউকে পাওয়া যায়নি। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজশাহী জেলার সহকারী পুলিশ সুপার গোদাগাড়ী সার্কেল আসাদুজ্জামানের উপস্থিতিতে ঘটনাস্থল থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করেন। পরে ঘটনাস্থল থেকে একটি বন্ধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে তানোর সদরের উপজেলা ক্যাম্পাস পাড়ায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, তানোর উপজেলা ক্যাম্পাসের পশ্চিম দিকের সীমানা প্রাচীর সংলগ্ন বাঁশ ঝাঁড়ের ভিতরে মৃত মোস্তাফা মিস্ত্রীর বাড়ির বারান্দায় অজ্ঞাত যুবকের ঝুলন্ত দূর্গন্ধময় লাশ মহল্লাবাসী দেখতে পাই। পরে তানোর থানা পুলিশে খবর দেয়া হলে থানার ইন্সপেক্টর (তদন্ত) ওসমান গনি প্রয়োজনীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে অবস্থান করেন। ওই একই স্থানে আরও ৩ বোনের পৃথক বাড়ি রয়েছে। কিন্তু ওই বাড়িসহ আর সব বাড়ি তালাবন্ধ করে পালিয়েছে। বুধবার বিকেল সোয়া ৫টায় এরির্পোট লেখা পর্যন্ত লাশ সনাক্তের প্রয়োজনীয় পদক্ষেপ নেয় পুলিশ।