তানোর (রাজশাহী) প্রতিনিধিঃ ১৪- সেপ্টেম্বর (বৃহস্পতিবার) তানোর উপজেলা প্রশাসন ও উপজেলা প্রানিসম্পদ দপ্তরের আয়োজনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে, সমতল ভুমির পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষের মাঝে ভেঁড়া ও খদ্যপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সমতল ভুমির পিছিয়ে পড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী পুরুষের মাঝে ভেঁড়া ও খদ্যপকরণ বিতরণ করেন তানোর-গোদাগাড়ী উপজেলার কৃতিসন্তান স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামান মিয়া। তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি জননেতা লুৎফর হায়দার রশিদ ময়না, উপজেলা আওয়ামী লীগের নবনিযুক্ত সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ (প্রদীপ) সরকার।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুবাক্কার সিদ্দিক। মহিলা ভাইস চেয়ারম্যান, সোনিয়া সরদার।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্রকৌশলী তরিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, বিএমডি-এর সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হোসেন প্রমুখ।
এছাড়াও তানোর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।