
তানোর প্রতিবেদক : রাজশাহীর তানোরের মুন্ডুমালা পৌরসভার নিকাহ্ রেজিষ্ট্রারের (কাজি) বিরুদ্ধে বাল্যবিয়ে দেয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, কাজি আব্দুর রহিম উদ্দিন লকডাউনের সময় অনেক বাল্যবিয়ে দিয়েছেন। সম্প্রতি প্রায় ১৫ দিন আগে মুন্ডমালা পৌর এলাকার জৈনক ব্যাক্তির কন্যা ৭ম শ্রেণীর ছাত্রীর (১৩) সঙ্গে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার জৈনক ব্যাক্তির পুত্রের সঙ্গে এক লাখ ১০ হাজার টাকা দেন মোহরে ধার্য করে মুন্ডুমালা পৌরসভার কাজী আব্দুল রহিম উদ্দিনের নিজ বাড়িতে বিয়ে পড়ানো হয়।
আবার চলতি বছরের গত ১১ আগস্ট বুধবার দেন মোহরের এক লাখ, ১০ হাজার টাকা মধ্যে মাত্র ৫৫ হাজার টাকা দিয়ে কাজী রহিম উদ্দিনকে দিয়ে বিবাহ বিচ্ছেদ করানো হয়। এদিকে ১৫ বছর বয়সী মেয়েকে বিবাহ দেয়া আবার বিচ্ছেদ করানোর বিষয়ে কাজী আব্দুল রহিম উদ্দিন বলেন, মেয়র, কাউন্সিলর ও উভয় পরিবারের সম্মতিতে আমি তাদের বিবাহ বিচ্ছেদ করেছি। তাবে ১৫ বছর বয়সের মেয়ের বিবাহ দেয়া (বাল্য বিবাহ) তার ভুল হয়েছে, আর এমন হবে না বলে তিনি জানান। তিনি নিজেও বাল্যবিয়ের বিপক্ষে।